বাচসাস নির্বাচনে সভাপতি দর্পন সম্পাদক রাহাত

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বাষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বাষিক নির্বাচনে কামরুল হাসান দর্পণ- রাহাত সাইফুল প্যানেলের সবাই নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দফতর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ শুভ, পান্থ আফজাল, মহিব আল হাসান, শফিউল্লাহ সুমন, শাকিল হোসেন, সাজু আহমেদ, সেলিম কামাল, হাফিজ রহমান ও রুহুল সাখাওয়াত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলিমুজ্জামান। কমিশনার পদে ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার। ফলাফল ঘোষনা করার সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি রাজু আলিম ও সদ্য সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ বাচসাসের সদস্যরা।

Share