সরকারের সমালোচনা করলেই ট্যাগ দেওয়া হচ্ছে : জোনায়েদ সাকি

ডেস্ক : সরকারের সমালোচনা করলেই ট্যাগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন: গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, অন্তর্বর্তী সরকারের করা ১০টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের আগে বিভিন্ন নতুন দাবি তোলার সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের জন্য কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, ‘সমালোচনা করলে বা সরকারের বিরুদ্ধে কথা বললে এখনও আগের মতই ট্যাগ দেয়া হচ্ছে। এটি ফ্যাসিস্ট আচরণ। শ্রমজীবী মানুষ, তারা যখন রাস্তায় নামে তাদেরকে, আওয়ামী লীগ সব অস্থীতিশীলতা তৈরির চেষ্টা করছে এই নামে ব্র্যান্ডিং করা হচ্ছে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সরকার ক্ষমতায় এসেছে, উনি (ড. ইউনূস) সংস্কার কমপ্লিট করবেন, তারপর নির্বাচন দেবেন এই কথা যারা বলেন তারা আসলে সংস্কারটা বোঝেন না। এই সরকার এই ৮০ দিনের মধ্যে জনগণের কল্যানে কোনো রিফর্ম করেছে, তার তো কোনো প্রমাণ নেই।’

এখন কতটুকু সংস্কার করা সম্ভব তা ভাবা দরকার মন্তব্য করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, কোনো বিষয়ে সবাই একমত না হলে সে সংস্কার করা যাবে না।

অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কি না সে প্রশ্ন রেখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শুরুতে যে ঐকমত্য ছিল তা আর নেই। তাই উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। পথিক তুমি কি পথ হারাইয়াছ? অন্তর্বর্তী সরকার কি সঠিক পথে আছে? নাকি পথ হারিয়ে ফেলছে?’

Share