১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি বৈঠক অনুষ্ঠিত
ডেস্ক : চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে এ বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শুধু মতবিনিময় হয়েছে।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ কথা জানিয়েছেন।
বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা এখানে এসেছি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আগামী দিনে কর্মসূচি কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমরা শুধু নিজেদের মধ্যে মতবিনিয় করেছি।
অন্যদিকে, ১২ দলীয় জোটে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন বেপারী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ও জাগপাসহ সভাপতি রাশেদ প্রধান উপস্থিত ছিলেন।