নোয়াখালীতে অ্যাম্বুলেন্স চালককে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক: নোয়াখালী পৌরসভা এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম জামাল হোসেন (৩২)। এ ঘটনায় হৃদয় (১৮) নামে এক যুবককে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, নিহতের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

নিহত জামাল নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড মধুসূদনপুর এলাকার রফিক উল্লার ছেলে এবং পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। তার দুই ছেলে রয়েছে।

জামালের বাবা রফিক উল্লা জানান, তিন মাস আগে হৃদয় ছিনতাই করতে গিয়ে ধরা পড়লে জামাল তাকে লোকজনের হাত থেকে রক্ষা করে। এ ঘটনার কারণে হৃদয় ক্ষিপ্ত ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে, জামাল বাড়ি ফেরার পথে হৃদয় তাকে ছুরিকাঘাত করে। জামালকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শুক্রবার রাতে তিনি মারা যান।

ওসি আরও জানান, জামালের মৃত্যুর পর এলাকাবাসী হৃদয়কে আটক করে মারধর করে। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন এবং একমাত্র আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানো হবে।

Share