উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটের ৫ উপজেলায় বন্যা
সপ্তর্ষি: টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় বন্যার সৃষ্টি করেছে এবং প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজে পানি প্রবাহ ৫২.১৭ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) চেয়ে ২ সেন্টিমিটার বেশি। শনিবার দুপুর থেকে পানির প্রবাহ বিপৎসীমার কাছাকাছি ছিল, যার ফলে তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে।