Thursday, November 7, 2024
রাজনীতি

সাবেক এমপি রোজীর রিমান্ড

ডেস্ক: রাজধানীর বাড্ডা এলাকায় সিরাজুল বেপারী গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক মহিলা আসনের সংসদ সদস্য ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. আরিফুর রহমান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল বেপারী অংশ নেন। ওই সময় মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া ৩টি গুলিতে সিরাজুল বেপারী মাটিতে লুটিয়ে পড়েন।

ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় ৪৬ নম্বর এজাহারনামীয় আসামি হলেন মাসুদা সিদ্দিক রোজী।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় নিজ বাসা থেকে মাসুদা সিদ্দিক রোজীকে গ্রেপ্তার করে পুলিশ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited