পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগাতে চান তারেক রহমান
ডেস্ক : বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশজুড়ে বৃক্ষরোপণের ইচ্ছার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ’ শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন। ৩১ দফা ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি উদ্যোগ নেবে তা কর্মশালায় উঠে আসে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ উপস্থিত প্রশিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেছেন, ‘বিএনপি আগামীতে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে। সারা দেশে আমার নিজের ইচ্ছায় পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ করব। দুই বছর আগে আমরা জানতাম না যে, পাঁচ আগস্ট আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করব। কিন্তু দুই বছর আগে দেশ এবং দেশের মানুষকে নিয়ে বিএনপির চিন্তা ভাবনা ছিল। দেশ এবং দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায়, সে নিয়ে চিন্তা ছিল। স্বৈরাচারকে বিদায় করব, যখন আমরা জানতাম না, তখনই এই ৩১ দফা দিয়েছি। তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছিলেন।’
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বাজেট বাড়ানোর ওপর জোর দেবে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের দিকে জোর দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যেন শিক্ষার মান বাড়ে এবং শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ সর্ম্পকে প্রাথমিক পর্যায় থেকে ধারণা লাভ করে।
কর্মশালায় বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাত্তার পাটোয়ারী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।