সকালে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন মিম, যেখানে তাকে একেবারে দেবীর রূপে দেখা যায়। ছবিতে তিনি কর্কশিটের আলপনার ওপর পদ্মফুল হাতে প্রদীপের পাশে বসে আছেন। শাড়ির আঁচল মেঝেতে ছড়ানো, আর মিম তা স্পর্শ করছেন; ক্যামেরার দিকে তাকিয়ে একাধিক ভঙ্গিতে পোজ দিয়েছেন।
উৎসবের আমেজে নিজেকে তুলে ধরতে তিনি পরেছেন লাল পাড়ের সাদা শাড়ি, যা হাফ সিল্ক কটনের। সাজে নাকছাবি, হাতে শাঁখা-পলা, এবং বাহুর উপরিভাগে হাটবাজু রয়েছে। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, আর খোঁপায় কার্লি চুলের সঙ্গে মিষ্টি হাসির পোজে তাকে অপরূপ লাগছে।
এভাবেই দেবীর সাজে নিজেকে তুলে ধরে তিনি অনুরাগীদের মন জয় করেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ বলেছেন, ‘অসাধারণ, অনন্যসাধারণ।’ আরেকজনের মন্তব্য, ‘একেবারে মা দুর্গার মতো লাগছে, খুব সুন্দর। আপনাকেও মহালয়ার শুভেচ্ছা।’
২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি নিজের রূপ ও গুণের সমন্বয়ে সবসময় মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম।