Thursday, November 7, 2024
ডাটাস্বাস্থ্য

ডেঙ্গুর ভয়াবহ সম্ভাবনা

ডেস্ক: মঙ্গলবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে পৌঁছেছে। পাশাপাশি, ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮২ জনে দাঁড়িয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ মাসের মধ্যে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ৮০ জন মারা গেছেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৬৩ জন। তবে সংশ্লিষ্টদের মতে, সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর আরও ভয়াবহ হতে পারে।

গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ১১ হাজার ১৭১ জন চিকিৎসা পেয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited