জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা
ডেস্ক : শিগেরু ইশিবাকে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির পার্লামেন্ট। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে মঙ্গলবার (১ অক্টোবর) ইশিবার নিয়োগ অনুমোদন করেছে। ৬৭ বছর বয়সী ইশিবা বিদায়ী নেতা ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হয়েছেন।
পার্লামেন্টের ভোটের পর ইশিবা তার ১৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন।
গত শুক্রবার এলডিপির নেতৃত্ব নির্বাচনে কট্টরপন্থি সানায়ে তাকাইচিকে ২১৫-১৯৪ ভোটে পরাজিত করেন ইশিবা। এটাই ছিল গত সাত দশকের মধ্যে এলডিপির সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নেতৃত্ব নির্বাচন।
টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে আনুষ্ঠানিক এক অনুষ্ঠানের মাধ্যমে ইশিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ নিশ্চিত করবেন জাপানের সম্রাট।