বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইএমএফের সহযোগিতার আহ্বান: অর্থ উপদেষ্টা
সপ্তর্ষি: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন যে, ব্যাংকিং খাতের সংস্কার, অর্থ পাচার রোধ, এবং ট্যাক্স রিটার্ন জমার আধুনিকীকরণের জন্য আইএমএফের কারিগরি সহায়তা চাওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে-সহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের জন্য অর্থের প্রয়োজন। বৈঠকে এ ব্যাপারে আইএমএফ মিশনকে অবহিত করা হয়েছে এবং বাংলাদেশ কী ধরনের অর্থনৈতিক সংস্কার করেছে, তা জানানো হয়েছে। এ ক্ষেত্রে আইএমএফের আর্থিক ও কারিগরি সহায়তা প্রয়োজন।
সরকার তার নিজস্ব সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে চায় বলেও উল্লেখ করেন তিনি, তবে বাংলাদেশের জন্য আইএমএফ অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এজন্য সরকারের পরিকল্পনা আইএমএফের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা।
তিনি জানান, এই বিষয়টি নিয়ে শুধু আইএমএফ নয়, বরং বিশ্ব ব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার সঙ্গেও আলোচনা চলছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার জন্য দাতা সংস্থাগুলো কাজ করছে এবং আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।