শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে আগে রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন করতে হবে : ড.সলিমুল্লাহ খান
ডেস্ক : শিক্ষাব্যবস্থায় পরিবর্তন করতে হলে আগে রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন লেখক-অধ্যাপক সলিমুল্লাহ খান। শিক্ষাব্যবস্থার সংকুচিত অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কোনো লক্ষণও দেখছেন না বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক জাতীয় শিক্ষাব্যবস্থার রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে এ সভার আয়োজন করে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘স্ব-চিন্তন’। ‘নতুন বাংলাদেশ ভাবনা’ শিরোনামে এটি সংগঠনটির দ্বিতীয় আয়োজন ছিল।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সর্বজনীন নয় উল্লেখ করে সলিমুল্লাহ খান আরও বলেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কেন সর্বজনীন নয়? সর্বজনীন হতে হলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হতে হবে। তাহলে কেন তা করা হয় না? বর্তমান সরকারের মধ্যে শিক্ষাব্যবস্থার সংকুচিত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না।’