Thursday, October 10, 2024
সামাজিক

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ডেস্ক :  আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে করে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা।

বার্ডস গ্রুপের শ্রমিকেরা জানান, তাদের কারখানা লে অফ ঘোষণার পর গতকাল সোমবার বকেয়া বেতনসহ পাওনা পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। কর্তৃপক্ষ পাওনা পরিশোধের জন্য আরও তিন মাস সময় চেয়েছে। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে পাওনা আদায়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
পাওনা না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখার কথা জানিয়েছে শ্রমিকেরা।

এদিকে সড়ক অবরোধের কারণে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এর প্রভাব ঢাকা-আরিচা মহাসড়কেও পড়েছে। সড়কে আটকা পড়েছে শতশত যানবাহন। ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। এ পরিস্থিতি সমাধানে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ছাড়াও আশুলিয়া শিল্পাঞ্চলে আজ কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে শ্রম আইনের ১৩ এর (১) ধারা অনুযায়ী ও নিরাপত্তার স্বার্থে আজও অন্তত ১৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited