Thursday, October 10, 2024
ক্রীড়া

কানপুর টেস্ট: বৃষ্টির জন্য ম্যাচের ফলাফল নিয়ে অনিশ্চয়তা

সপ্তর্ষি: ভারত ও বাংলাদেশের মধ্যেকার কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগের রাতের ভারি বর্ষণের কারণে এক ঘণ্টা পিছিয়ে গেছে। ভারতের স্থানীয় সময় ৯টায় টস হওয়ার কথা ছিল, কিন্তু খেলা শুরু হয়েছে সাড়ে ১০টায়। সারাদিন ম্যাচ চলার মতো আবহাওয়া থাকলেও, দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে।

প্রথম দিনে ৩৫ ওভার খেলা হয়েছে, যেখানে বাংলাদেশ ১০৭ রান করে ৩ উইকেট হারিয়েছে। দ্বিতীয় দিনের খেলা ভারতের স্থানীয় সময় ৯টায় শুরু হবে। সাধারণত ভারতে টেস্ট খেলা শুরু হয় সাড়ে ৯টায়, কিন্তু কানপুরে আধঘণ্টা আগে শুরু হবে, ফলে প্রথম সেশনের দৈর্ঘ্য বেড়ে যাবে আড়াই ঘণ্টা। তবে রাতের বৃষ্টি এবং আবহাওয়া নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

দ্বিতীয় দিনে কানপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরো ৯০ ওভার খেলা না হওয়ার আশঙ্কা আছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বজ্রপাত এবং বৃষ্টির ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এই কারণে আরও একদিন খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কানপুরের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, ফলে ম্যাচের ফলাফল নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এর আগে চলতি চক্রে ভারতের একটি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল। কানপুরের আয়োজকরা রবিবার পরিস্থিতি নিয়ে নিশ্চিত নন, তবে সেই দিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। তৃতীয় দিন বিকেলের পর থেকে আবহাওয়া উন্নতির আশা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম এবং শেষ দু’দিন পুরো খেলা হওয়ার আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited