সাভারে জেডসিএফ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন
সাভার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা কমিটির যৌথ আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ মার্চ (মঙ্গলবার) সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেডসিএফ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মেঘ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেডসিএফ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাব্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবুল কালাম স্বাধীন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সভায় সভাপতিত্ব করেন জেডসিএফ ঢাকা জেলা আহ্বায়ক কামরুজ্জামান জুমন এবং সঞ্চালনা করেন জেডসিএফ সাভার উপজেলা সভাপতি নাজির খান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেডসিএফ ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মারুফ, আশুলিয়া থানা কমিটির সভাপতি মতিয়ার রহমান, ধামরাই উপজেলা কমিটির সভাপতি হিমেল, সাভার উপজেলা কমিটির সহ সভাপতি মো. গোলাম কিবরিয়া, মো, নুরুল্লাহ, মো, আনিসুর রহমান, মো. মহিউদ্দিন, মো. মাহজারুল হক ভূইয়া। আশুলিয়া থানা কমিটির সেক্রেটারি শাহরিয়ার বেহেস্তীসহ ঢাকা জেলা ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে বলেন, জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডিজিটাল মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, আগামিতেও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কাজ করে যাবে।
আলোচনা শেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো ও বিএনপির প্রয়াত সকল নেতা-কর্মীর আত্নার শান্তি কামনা করা হয়। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়। “সবার আগে বাংলাদেশ” প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র চলছে তা মোকাবেলা করে দেশবাসীর সেবা করার সুযোগের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।