রবিবার এফডিসির এমডি নিয়োগ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচী

ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে আগামীকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এফডিসির সামনে প্রতিবাদ সভার ডাক দিয়েছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’।

প্রতিবাদ সভার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহবায়ক ও নির্মাতা বদিউল আলম খোকন।

এর আগে মাসুমা রহমান তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে মাসুমা রহমান তানিকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হন।

Share