বগুড়ায় যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা
ডেস্ক : বগুড়ায় জেলা যুবদলের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির ১০১ জন সদস্যের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে প্রাণবন্ত আয়োজনে এই সভা হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, দেশের সকল ক্রান্তিকালে বগুড়াসহ সারাদেশে যুবদল এই দেশের জনগণ এবং বিএনপি’র পাশে ছিলো, আছে আর ভবিষ্যতেও থাকবে। বিগত সময়ের সকল প্রতিকূল পরিস্থিতিতে জেল, জুলুম, হামলা, মামলা সহ্য করেও যুবদলের কর্মীরা বগুড়ার রাজপথে ছিল যা বিএনপির রাজনীতিকেও শক্তিশালী করেছে। বগুড়া জেলা যুবদলের যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে তিনি সকল নেতৃবৃন্দকে শুভকামনা জানিয়ে আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় সেরা দল হয়ে সম্মুখ সারিতে কাজ করার লক্ষ্যে নেতৃবৃন্দকে আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সহিদ-উন নবী সালাম ও খাইরুল বাশার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজা, সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস প্রমুখ।
প্রথম পরিচিতি সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে বগুড়া জেলা যুবদলকে তারা গড়ে তুলতে চান সারা দেশের মাঝে একটি মডেল সংগঠন হিসেবে। তৃণমূলের রাজনীতি করে আসা পরীক্ষিত সব কর্মীদের সমন্বয়ে গঠন করা যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি দেশ, জনগণ ও দলের স্বার্থ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘ বছরের লড়াই, সংগ্রাম, জুলুম নির্যাতনে যারা তাদের সহযোগী ছিল কিংবা তৃণমূলে ভূমিকা রেখেছেন এখন তাদেরকেই মূল্যায়ন করা হচ্ছে। আর ইতিবাচক এই যাত্রায় মিথ্যা সমালোচনা কিংবা কোনরকম প্রতিবন্ধকতার তোয়াক্কা করবেন না তারা। তারা আরো বলেন, সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে তাদের লড়াই সংগ্রাম চলবে। এছাড়াও বাংলাদেশের মাটিতে আর যেন কখনো কোন ফ্যাসিবাদের জন্ম না হয় সেই লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে সকল বাধা বিপত্তিকে রুখে দিতে তারা সর্বদা প্রস্তুত আছেন বলে জানান।