নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: আজম খান
ডেস্ক : নির্বাচন নিয়ে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আজ্ঞাবহ দোসররা এখনো সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয় অন্তর্বর্তী সরকার সংস্কার-সংস্কার বলে গণতন্ত্রকে ব্যাহত করার চক্রান্তে মেতে উঠেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত স্বৈরশাসক ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করে তখন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পুনরায় এ দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন। গণতন্ত্রের প্রধান শর্ত জাতীয় নির্বাচন। অথচ আমরা দেখছি সরকার সেদিকে না হেঁটে নির্বাচন প্রক্রিয়া যাতে ব্যাহত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো কোনো প্রকার সময়ক্ষেপণ না করে জনগণের প্রধান দাবি নির্বাচনের পথে অগ্রসর হওয়া এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংস্কৃতিক ব্যক্তিত্ব, রেজাবুদৌলাহ চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এম. আহমেদ খান মন্টু, জাগ্রত বাংলাদেশের সভাপতি সাংবাদিক মো. জহিরুল ইসলাম কলিম, প্রতিবাদের সভাপতি ইব্রাহিম হোসেন, এস.এম কমর উদ্দিন, শোয়েব কোরাইশী, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন বাদশা প্রমুখ।