কিশলয় বিদ্যাপীঠের বিজয় দিবসে উদযাপন
স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার আমবাগন কিশলয় বিদ্যাপীঠের আয়োজনে চিত্রাংকন, কুরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের মধ্যে পুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা, আমবাগান জামে মসজিদ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খান। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সাবেক শিক্ষক ও কিশলয় বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মল্লিক আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান, মাজহারুল হক বাবু, উক্ত স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. আখলাকুর রহমান, সেক্রেটারি, জিয়া সাইবার ফোর্স সাভার উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি নাজির খান লিটন, উক্ত স্কুল পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ রেজাউল কবির সবুজ, উক্ত স্কুল পরিচালনা পর্ষদের সদস্য শেখ ফজলুল হক, এবিএম ইকবাল হোসেন, ড.মনিরুল হাসান মাসুম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কিশলয় বিদ্যাপীঠের অধ্যক্ষ আফসানা বুলবুল খানম। কিশলয় বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা, অভিভাববকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের গান পরিবেশন করে “ব্যান্ড মুগ্ধ”, ভোকাল আবরার আদিয়াত আলিফ, লিড গিটারিস্ট জাওয়াদ আলিফ, ড্রাম ওমর, রিফ গিটার জিহাদ।