কুমিল্লার সম্মান ফিরিয়ে দিন: ডা. শফিকুর রহমান
প্রতিনিধি : কুমিল্লা বিভাগ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে কুমিল্লা নামকে অপমান করা হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কুমিল্লার সম্মান (বিভাগ ঘোষণা) ফিরিয়ে দিন।’
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকার কুমিল্লা জেলার নামকে ‘অসম্মান’ করেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই। কুমিল্লার মানুষ বলে নাই সুরমা নদী কিংবা কুশিয়ারা নদীর নামে বিভাগ করেন। কুমিল্লাবাসী এটা বলেন নাই। তারা বলেছেন, আমাদের পরিচয়েই আমাদের বিভাগটা দিয়ে দেন। এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে বিভাগ দেন। কেউ বলেনি ফেনীর নামে দেন। তাহলে তারাই যদি না বলে তাহলে কুমিল্লা নামে বিভাগ দেবেন না কেন? এ বিভাগ হওয়া উচিত। বরং আরেকটা কারণে হওয়া উচিত, একটি নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন কুমিল্লার সম্মানটা ফিরিয়ে দেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কোনও বৈষম্য থাকবে না।’