তারেক রহমানের জন্মদিন পালন না করার নির্দেশ
ডেস্ক : ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এ বছর নিজের জন্মদিন পালন না করতে দলের নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছিলেন তারেক রহমান। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতা-কর্মীদের বলেছেন, আজকের পর থেকে আমাকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অযথা চাকচিক্য পছন্দ করেন না তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন চান তারেক রহমান।
২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে বতর্মানে সেখানেই অবস্থান করছেন তিনি।