জাবি প্রথমবর্ষের ছাত্রী অটোরিক্সার ধাক্কায় নিহত
স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের ২০২৩-২০২৪ বর্ষের ছাত্রী আফসানা করিম রাচি অটোরিক্সার ধাক্কায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তিনি নতুন কলাভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় রিকশার ধাক্কায় গাছের উপর আছড়ে পড়েন। এতে তার মুখের নিম্ন চোয়ালের কয়েকটি দাঁত ভাঙার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত পান।
তাকে উদ্ধার করে প্রথমে জাবি মেডিকেল সেন্টারে, পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী, তাঁর বাড়ি শেরপুর জেলায়।
বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র এক মাসের মাথায় আফসানা রাচির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
শিক্ষার্থীরা জানান, ২০২২ সালে সাংবাদিকতা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পরও অটোরিকশা বন্ধের দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হয়নি।
জানা গেছে, জাবির কিছু কর্মকর্তা ও কর্মচারী এই অটোরিকশা বাণিজ্যের সাথে জড়িত। এদের মধ্যে ইসলামনগর এলাকায় গ্যারেজ পরিচালনা করেন বঙ্গবন্ধু হলের গার্ড ইউনূস এবং গেরুয়ার ঢাল এলাকায় নিরাপত্তা কর্মী হালিম। শোনা যায়, ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আব্দুর রহমান বাবুল এবং কর্মচারি ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের তত্বাবধানেও গ্যারেজ পরিচালিত হয়।
ক্যাম্পাসে দূর্ঘটনার কারনে শিক্ষার্থী নিহতের ঘটনার বিষয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘আমরা ইতোমধ্যে সিসিটিভি দেখে ঘাতক রিকশাচালককে শনাক্ত করতে পেরেছি। গেরুয়ায় তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। আমরা অনতিবিলম্বে ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী যে এক মাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল, তার এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা শোকাহত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।
অটোরিক্সার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী আফসানা রাচি নিহতের ঘটনায় শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।