হামলার প্রতিবাদে কিশালয় বিদ্যাপীঠের মানবন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সাভার উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমবাগন এলাকায় কিশালয় বিদ্যাপীঠ এর ব্যানার টাঙ্গানো নিয়ে উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নাজির হোসেন খান লিটনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
ছবি:// মানববন্ধন
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় আমবাগানের কিশলয় বিদ্যাপীঠের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যাপীঠের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার সর্বসাধারন।
ছবি:// মানববন্ধন
মানববন্ধন থেকে জানানো হয় গত ১২ নভেম্বর বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যাচেলর স্টাফ কোর্য়াটার গেটের পাশে আমবাগান এলাকায় কিশালয় বিদ্যাপীঠের ব্যানার টাঙ্গানোর কাজ করছিলেন মো. শরিফুল ইসলাম। ব্যানার টাঙ্গানোয় বাধা দেন শহিদুল ইসলাম, খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নাজির হোসেন খান লিটন, সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আকর্ষিক হামলা করেন মো. শহিদুল ইসলাম, ও তার ছেলে মো. শাহীন ইসলাম। হামলা থেকে উদ্ধার করতে এগিয়ে আসে আহত হন, লিটনের ছেলে জাওয়াদ আলিফ, মো. শরিফুল ইলসাম ও হৃদয়ের নানী।
ছবি://নাজির হোসেন খান লিটন
আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী স্কৃল কর্তৃপক্ষ।
ছবি://জাওয়াদ আলিফ
আমবাগান কিশলয় বিদ্যাপীঠের সম্মানিত পরিচালক নাজির হোসেন খান লিটন, আমবাগান আদর্শ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এলাকার উন্নয়নে কাজ করছেন বলে জানা গেছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯ তম ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। এলাকার সামাজিক উন্নয়ন মূলক কাজের এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় এই হামলা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন লিটিন। তিনি আরো জানান তাঁর ছেলে জাওয়াদ আলিফ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
ছবি:// মো. শরিফুল ইসলাম
ভুক্তভোগী নাজির হোসেন খান লিটন জানিয়েছেন মো. শহিদুল ইসলাম, তাঁর ছেলে মো. শাহীন পরিকল্পিত ভাবে এই হামলা করেছে, হামলায় অংশ নিয়েছে পাথালিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু, সহ অজ্ঞাত ৪-৫জন ছাত্রলীগের কর্মী।
তিনি আরো জানিয়েছেন এই বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আমবাগান আদর্শ উন্নয়ন কমিটির সভাপতি লেহাজ উদ্দিন বেপারী, সহ-সভাপতি মাজহারুল হক ভূঁইয়া বাবু, কোষাধ্যক্ষ বদিউজ্জামান রাজু, কিশলয় বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষকগন, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। মানববন্ধন থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বিবাদী পক্ষের বক্তব্য গ্রহণ করার চেষ্টা করেও দরজা বন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি ও বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।