ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসের পর প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৩ নভেম্বর) কিয়েভজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আন্ডারগ্রাউন্ড মেট্রোস্টেশনে আশ্রয় নেন নারী ও শিশুরা।

অনেক দিন ধরেই ইউক্রেনীয়রা এমন আশঙ্কা করে আসছিল। কারণ শীত আসন্ন। এ সময় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা বাড়তে পারে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চলতি বছরের শুরুতে ইউক্রেনের জ্বালানি স্থাপানায় ব্যাপক হামলা করে রাশিয়া। এতে দেশটিতে চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়।

তবে সেই পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হলেও আশঙ্কা করা হচ্ছে ক্রেমলিন ফের এই ধরনের হামলা বাড়াতে পারে।

Share