Thursday, November 7, 2024
সামাজিক

যুক্তরাষ্ট্রের “ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষক” হিসেবে সেরা বাংলাদেশী ডাক্তার

তারেক মনোয়ার : বাংলাদেশের জনস্বাস্থ্যের উন্নতি ও অগ্রগতির জন্য স্বাস্থ্যসেবা শিক্ষা ও প্রশিক্ষণে কাজ করেন যুক্তরাষ্ট্র।

তারই অংশ হিসেবে বাংলাদেশী ডাঃ ইমরান হোসেন মনজু বাচ্চাদের টিকা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর মাধ্যমে টিকা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ার হার, ধরণ এবং এ সংক্রান্ত সার্ভিল্যান্স পদ্ধতি কিভাবে উন্নত করা যায়। সেই সাথে উদ্ভূত মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে মোকাবিলা করা যায় এসব বিষয়ে ২০১৯-২০২২ সাল পর্যন্ত শিশুদের তথ্য বিশ্লেষণ এবং সার্ভিলেন্স পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং এর সাথে সংশ্লিষ্ট অনেকের মতামত গ্রহন করেন।

ভ্যাক্সিনেশন পদ্ধতির সমস্যা এবং এ পদ্ধতি কিভাবে উন্নত করা যায় সেটি নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর ডাঃ ইমরান হোসেন মনজু তার সেই অনুসন্ধানী ও বিশ্লেষণীয় প্রতিবেদন ইস্টার্ণ মেডিটেররানিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্ক নামক যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার কাছে জমা দেন।

সম্প্রতি জর্ডানে অনুষ্ঠিত ৮ম আঞ্চলিক সম্মেলনে ডাঃ মঞ্জুর করা সেই অনুসন্ধান ও বিশ্লেষণ প্রতিবেদন ব্যাপক সমর্থন পায়। ইস্টার্ণ মেডিটেররানিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্ক শ্রেষ্ঠ পোস্টার প্রেজেন্টেশন হিসেবে এ প্রতিবেদনকে স্বীকৃতি দেন এবং পুরস্কার ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্র এ্যম্বাসির ঢাকা অফিস ডাঃ মনজুর এমন অবদানের জন্য অভিনন্দন জানান।

ডাঃ মনজু ডব্লিউএনবি কে জানান, এ অনুসন্ধান ও পর্যবেক্ষণ অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়েছে যেটি খুব সহজ ব্যাপার ছিলোনা।

দেশের মানুষের উপকারে কাজ করে যাওয়া এই ডাক্তার আরো বলেন, তিনি জনগনের কল্যাণে এমন অনুসন্ধান আমৃত্যু করে যেতে চান।

মানবতাবাদী,দেশপ্রেমিক এ ডাক্তার বর্তমানে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited