জাতিসংঘ মহাসচিবকে সমর্থন জানাল নিরাপত্তা পরিষদ

ডেস্ক: ইসরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মহাসচিবকে সমর্থন জানিয়েছে। বুধবার, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। একদিন পর, বৃহস্পতিবার, গুতেরেসের প্রতি সমর্থনের কথা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী এবং ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্র।

নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো গুতেরেসের নাম উল্লেখ না করে বলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের একটি কার্যকর সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেন, ‘তার (মহাসচিব) কাজ এবং অফিসকে ক্ষতি করার মতো কোনো কাজ থেকে বিরত থাকতে হবে।’

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা করার পর থেকে ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক মাঝে মাঝে তিক্ত হয়ে উঠেছে। বুধবার গুতেরেসকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করার সময়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তাকে ‘সন্ত্রাসী, ধর্ষক এবং হত্যাকারীদের সমর্থনকারী ইসরায়েল-বিরোধী মহাসচিব’ হিসেবে আখ্যায়িত করেন।

কাটস বলেন, “যে বা যারা দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন।”

Share