Thursday, November 7, 2024
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংক পিএলসি’র শীর্ষ অবস্থান, ডিএসইতে লেনদেনের পরিসংখ্যান

ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনের মধ্যে লেনদেন অনুষ্ঠিত হয়েছে। এদিন ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার (১ অক্টোবর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষে নিয়ে এসেছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীনফোন লিমিটেড, যার ১৭ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, যা ১৭ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি যথাক্রমে ১৪ কোটি ১৪ লাখ ১৮ হাজার ও ১৪ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় এদিন আরও অন্তর্ভুক্ত ছিল সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited