উচ্চমাধ্যমিক শিক্ষার মান বাড়াতে ঢাকা কলেজের নতুন উদ্যোগ

সপ্তর্ষি: ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে নতুন একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি সার্বিক বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ করবে। সম্প্রতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সেখ সাব্বির আহমেদ। এছাড়া, ইংরেজি বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবা খানম, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জেরিনা আফরোজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আবু বকর সিদ্দিক মিয়া এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রদর্শক মো. মোতাকাব্বির বিল্লাহ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যক্ষ এ কে এম ইলিয়াস জানান, শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, ঢাকা কলেজ সবসময়ই শিক্ষার গুণগত মান ধরে রেখেছে, এবং শিক্ষার্থীদের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এই কমিটি নিয়মিত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে এবং শিক্ষার মান বজায় রাখতে মনিটরিং করবে। একইসাথে, শিক্ষার্থীরা যেকোনো সময় তাদের সমস্যাগুলো নিয়ে এই কমিটির সদস্যদের সাথে আলোচনা করতে পারবে। ঢাকা কলেজের লক্ষ্য হলো শিক্ষার্থীদের চাপমুক্ত রেখে একটি উৎসাহব্যঞ্জক পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা কলেজে স্নাতক, স্নাতকোত্তর এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে, আর উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার মান নিয়ন্ত্রণ করে শিক্ষা মন্ত্রণালয়।

Share