নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করল নাগরিক কমিটি

তারেক মনোয়ার : নতুন নির্বাচন কমিশন শপথ গ্রহণের সাথে সাথে প্রত্যাখ্যান করেছে জুলাই বিপ্লবের ওপর ভিত্তি করে গঠিত জাতীয় নাগরিক কমিটি।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন। এসব উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্ববায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আকতার হোসেন।

লিখিত বক্তেব্য জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামান্তা শারমীন বলেন কারণ হিসেবে তারা বলছে, অন্তর্বর্তী সরকার নতুন যে নির্বাচন কমিশন গঠন করেছে সেটা বিগত আওয়ামী লীগ সরকারের আইনে করা। আমরা এই নির্বাচন কমিশনকে প্রত্যাখান করছি। তিনি আরো বলেন, ড. ইউনূসকে মনে রাখতে হবে, তিনি ছাত্র-জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী সমাজসহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না।

সামান্তা শারমিন বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে। অথচ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো।

Share