যুক্তরাষ্ট্রে আদালতে বিচারককে গুলি করে হত্যা
ডেস্ক : যুক্তরাষ্ট্রে আদালতে এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে।
নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। এদিকে, এই ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করেছে পুলিশ।
লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদালতের অভ্যন্তরে বাক-বিতন্ডার একপর্যায়ে ওই বিচারককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানতে পারেনি পুলিশ।
ঘটনার পর শেরিফ স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। আদালতেই তাকে হাতকড়া পরানো হয়।