Thursday, November 7, 2024
বিশ্ব

সিঙ্গাপুরে দুর্নীতির বিরল ঘটনা: সাবেক মন্ত্রী কারাগারে

ডেস্ক: ন্যায়বিচারে বাধা প্রদান এবং উচ্চ মূল্যের উপহার গ্রহণের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিঙ্গাপুরের একটি আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দোষী সাব্যস্ত সাবেক মন্ত্রীর নাম সুব্রমনিয়াম ইসওয়ারান। তার বিরুদ্ধে ন্যায়বিচারের বাধা দেওয়া এবং তিন লাখ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণের অভিযোগ ছিল। এছাড়াও, দুর্নীতির সঙ্গে সম্পর্কিত পাঁচটি অভিযোগ তিনি স্বীকার করেছেন।

বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরে সাবেক মন্ত্রীর কারাগারে যাওয়ার ঘটনা বিরল। আদালত জানিয়েছে, ৬২ বছর বয়সী ইসওয়ারানকে আগামী কয়েক দিনের জন্য জামিনে থাকার অনুমতি দেওয়া হবে এবং সোমবার তার কারাদণ্ড শুরু হবে।

গত জানুয়ারিতে নিয়মবহির্ভূতভাবে হাজার হাজার ডলারের সমমূল্যের উপহার গ্রহণের অভিযোগ ওঠার পর ইসওয়ারান পরিবহনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে ৩৫টি অভিযোগ আনা হয়েছিল, এর মধ্যে শুধুমাত্র গুরুতর পাঁচটি অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়।

ইসওয়ারান মূলত দুজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণ করেছেন। তারা হলেন, আবাসন ও হোটেল ব্যবসায়ী ওং বেং সেং, যিনি সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান রেসিংয়ের প্রচারে সক্রিয় ছিলেন। অপরজন হলেন লাম কক সেং, যিনি তার সাবেক নির্বাচনী এলাকার বিভিন্ন তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত।

ইসওয়ারানকে তারা উপহার হিসেবে দিয়েছিলেন ওয়েস্ট এন্ড শো’র টিকিট, ব্যয়বহুল উড়োজাহাজের টিকিট, হুইস্কির বোতল, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট এবং একটি ব্রম্পটন বাইসাইকেল।

প্রতিবেদন অনুযায়ী, ভালো বেতনভোগী এবং দক্ষ আমলাতন্ত্রের পাশাপাশি শক্তিশালী এবং পরিচ্ছন্ন শাসনের জন্য স্বীকৃত সিঙ্গাপুরে কোনো মন্ত্রীর বিরুদ্ধে এমন মামলা পুরো দেশকে হতবাক করেছে।

এর আগে, ১৯৮৬ সালে সিঙ্গাপুরের একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। ওই মন্ত্রীর ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত শুরু হয়, তবে আদালতে কোনো অভিযোগ করার আগে তার মৃত্যু হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited