Thursday, October 10, 2024
রাজনীতি

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক: জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বুধবার ঘোষণা করা হবে।

মঙ্গলবার রাতে এই তথ্য ঢাকা পোস্টকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।

তিনি বলেন, সভাপতি ও সেক্রেটারি হিসেবে আমাদের পরিচয় দেওয়ার পর, আগামীকাল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব, ইনশাআল্লাহ।

কত সদস্যের কমিটি হবে— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন। কমিটি ঘোষণার সময় সবকিছু জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সাদিক কায়েম নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেন এস এম ফরহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited