Thursday, October 10, 2024
সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ডেস্ক: রাজধানীর লালবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় শাহিনুর হত্যার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম কামরুজ্জামান সুজন (৪৬)।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-২।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্যটি নিশ্চিত করেছে র‍্যাবের মিডিয়া বিভাগ। র‍্যাব জানায়, কামরুজ্জামান সুজন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা চালায়, যার ফলে শাহিনুর নামে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে এ ঘটনায় মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। তবে মামলার পর থেকে সুজন পলাতক ছিলেন, যাকে গত রাতে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited