Thursday, October 10, 2024
সারাদেশ

ময়মনসিংহের ভালুকা থেকে শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ডেস্ক:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে এবং তিনি মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খলিলুরকে আটক করা হয়। তার সাথে সংশ্লিষ্ট অন্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited