নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি

ডেস্ক : নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তার জন্য বহিরাগতদের সাথে সাংবাদিকদের হুমকি মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য দর্শনার্থীদের মতো নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করেছে ইসি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপ-সচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকি মনে করে এ ধরনের অফিস আদেশ এবারই প্রথমবারের মতো জারি করলো নির্বাচন কমিশন।

Share