বিপিআই বন্ধন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন বিপিআই বন্ধন কর্তৃক আয়োজিত দ্বাদশ তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ, শুক্রবার, রাজধানীর ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ বাংলাদেশ এর সেমিনার কক্ষে প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার, দোয়া মাহফিল ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
বিপিআই বন্ধন এর সভাপতি প্রকৌশলী আসাদুল্লাহ নান্নুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী ও সাবেক অধ্যক্ষ প্রকৌশলী শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল প্রকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রকৌশলী তাহের জামিল।
প্রায় চার দশকের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মিলন মেলায় নিজেদের স্মৃতিচারণ করে অনেকে আবেক আপ্লুত হন। সিনিয়র জুনিয়র ব্যাচের অনেকেই বক্তব্য রাখেন, স্মৃতি চারণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিপিআই বন্ধন এর প্রতিষ্ঠাতা মহাসচিব প্রকৌশলী ইমরান হোসেন স্বাগত বক্তব্য রাখেন। বিপিআই বন্ধন এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনজুরুল ইসলাম মেঘ শুভেচ্ছা বক্তব্য ও নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী ও সাবেক অধ্যক্ষ প্রকৌশলী শাহাদাৎ হোসেন এর নাম প্রস্তাব করলে সর্বসম্মত ভাবে উপস্থিত সবাই সমর্থন জানালে, প্রকৌশলী শাহাদাৎ হোসেন বিপিআই বন্ধনের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালনে সম্মত হন এবং পদাধিকার বলে তিনি নতুন কমিটির নাম ঘোষনা করেন।
নতুন আংশিক কমিটির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন সভাপতি প্রকৌশলী সারিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী মাহবুব আলম, মহাসচিব প্রকৌশলী জামিনুর রেজা জামাল, যুগ্ম মহাসচিব প্রকৌশলী ওয়ারেসুল হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশিকুর রহমান আশিক, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. শাহীন সরকার, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. সামিউল ইসলাম।
নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি, নতুন মহাসচিবকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী মহাসচিব।
প্রধান অতিথি প্রকৌশলী শাহাদাৎ হোসেন, বলেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অনেকগুলি গ্রুপ ও সংগঠন আছে, আমি কোনটিরই সদস্য নই, কিন্তু আজ থেকে আনুষ্ঠানিক ভাবে বিপিআই বন্ধনের সদস্য হিসেবে যুক্ত হলাম। আমরা সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর প্লাটফর্মে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস বিপিআই বন্ধন সেই ঐকতান তৈরীর কাজ করবে, পাশে থাকবে, সহযোগিতা করবে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী আসাদুল্লাহ নান্নু বলেন, আমরা চেস্টা করেছি, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটকে সামনের দিকে কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের প্রিয় প্রতিষ্ঠানের নামে অনেক গুলি গ্রুফ ও সংগঠন থাকলেও, একমাত্র বিপিআই বন্ধন প্রায় ১ যুগ নিয়মিত ভাবে অনুষ্ঠান করে যাচ্ছে, যা আর কোন সংগঠন পারেনি। আপনাদের সবার সহযোগিতা না থাকলে আমরা এটা পারতাম না। আগামিতে আরো এগিয়ে যেতে হবে। বিপিআই বন্ধন আমাদের সবার প্রতিষ্ঠান, আমরা দায়িত্বে ছিলাম,আমরা হয়তো একধাপ এগিয়ে দিয়েছি, আমরা পাশে থাকবো, নতুন কমিটি সামনে আরো এগিয়ে নিয়ে যাবে। আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। একক ভাবে কোন কিছু হয়না। সম্মিলিত ভাবে অনেক কিছু করা যায়। নতুন কমিটির পাশে আমরা থাকবো, আপনারাও থাকবেন।
সদ্য বিদায়ী মহাসচিব প্রকৌশলী ইমরান হোসেন বলেন, পদ-পদবী সাংগঠনিক একটি নিয়ম মাত্র, আমরা পদে থাকলেও কাজ করবো, না থাকলেও করবো। দীর্ঘ দিন মহাসচিবের দায়িত্ব পালন করেছি, নতুন নেতৃত্ব আসা দরকার। আমাদের নতুন ক্যাবিনেটকে আমরা সবোর্চ্চ সহযোগিতা করবো। আপনারা জানেন বিপিআই বন্ধন ২০১৩ সালে আমরা শুরু করেছিলাম। হাটি হাটি পায়ে এই বছর আমাদের প্রিয় সংগঠন বিপিআই বন্ধন এর এক যুগ পূর্তি হচ্ছে। আমরা এক যুগ পূর্তি উৎসব টি বড় পরিসরে আমাদের প্রিয় প্রতিষ্ঠানে করতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই, আমাদের সকল ভাইবোন, যারা সাবেক শিক্ষার্থী তাদের কাছে আমাদের বার্তা পৌছিয়ে দিবেন।
নতুন নির্বাচিত সভাপতি প্রকৌশলী সারিউল ইসলাম অনুভূতি ব্যক্তি করে জানান, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যেনো সুন্দর ভাবে পালন করতে পারি সেই দোয়া করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশিকুর রহমান আশিক।