উপদেষ্টার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির ডিজি

ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অতিমাত্রায় নিয়ন্ত্রণের অভিযোগ তুলে নিজেই পদত্যাগের কথা জানিয়েছেন।

জামিল আহমেদ বলেন, ‘আমি ৯ সেপ্টেম্বর শিল্পকলার ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল আমার শিল্পকলা নিয়ে। দেশের সবশ্রেণির মানুষকে শিল্প ও সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলাম। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেভাবে সহযোগিতা আসেনি।’ তিনি আরো বলেন, একটি তথ্যচিত্র নির্মাণ না কলেই অর্থ উত্তোলণের জন্য উপদেষ্টার পক্ষ থেকে জোরাজুরি করা হয়। 

এর আগে গেল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান নাট্যনির্দেশক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নভেম্বরে তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছিল।

Share