নিজের জমির মতো ভোটও পাহারা দিতে হবে: সিইসি
ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন সৃষ্টি করতে চাই। এটা শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। নিজের জমির মতো ভোটও পাহারা দিতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়াতে মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না। সরকারের চাহিদামত চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলআনা চলবে। আমরা কারো পক্ষে কাজ করি না, করবো না। এটা আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারি প্রমুখ উপস্থিত ছিলেন।