মোরালুক সাহিত্য উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগানস্থ মেঘ ফাউন্ডেশনে দুইদিন ব্যাপী মোরালুক আন্তর্জাতিক বই উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সাহিত্য সম্মাননা প্রদান ও আলোচনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। তুরস্কের কবি ও চিত্রনাট্যকার জেকি সেলিক কে মোরালুক সাহিত্য সম্মাননা ২০২৫ দেওয়া হয়। কবি মনজুরুল ইসলাম মেঘ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক কবি সাইফুল সারনয়েল, কবি রিনাৎ সুলতানা, কবি মতিয়ারা মুক্তা, কবি, সাংবাদিক নাজির খান লিটন, সাংবাদিক ও ছড়াকার তারেক মনোয়ার, কবি আহমিনা ঋতু, সাহিত্যিক, সাংবাদিক এ এস এম আব্দুল্লাহ আল মারুফ, সাহিত্যিক, সাংবাদিক মাজহারুল হক বাবু। আরো উপস্থিত ছিলেন সোহেল, মাসুদ, মনিম, সাজ্জাদ, উজ্জল, জীবন, জিসান, জীম, শামীম, আবির, সিফাত প্রমুখ।

বাউল আলমগীর গান পরিবেশনা করেন। দ্বিতীয় দিনে কিশলয় বিদ্যাপীঠের অধ্যক্ষ আফসানা নাজির ও শিক্ষিক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।

উৎসবের প্রথম দিন স্বরচিত কবিতা পাঠ, আন্তর্জাতিক সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উৎসবের দ্বিতীয় দিন রবিবার কিশলয় বিদ্যাপীঠে শিশু সাহিত্য নিয়ে আলোচনা ও শিক্ষার্থীদের মধ্যে ছড়া পাঠ অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের শিল্প-সাহিত্য নিয়ে আলোচনা করেছেন কবি জেকি সেলিক, বাংলাদেশের সাহিত্য নিয়ে আলোচনা করেছেন কবি রিনাৎ সুলতানা।

মোরালুক আন্তর্জাতিক বই উৎসবের পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন বহুমাত্রিক সংস্কৃতি ও সাহিত্যের সাথে বাংলা ভাষাভাষিদের পরিচয়ক করে দিতেই বই উৎসবের আয়োজন। তৃতীয় বার অনুষ্ঠিত হচ্ছে এই বার। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আন্তর্জাতি বই উৎসব আয়োজন করা কষ্ঠকর। বাংলাদেশের সাহিত্যের উন্নয়নের জন্য সরকারী ভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন।

তুরস্কের কবি জেকি সেলিক জানিয়েছেন, তিনি বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-সাহিত্য সম্পর্কে পূর্বে তেমন অবগত না থাকলেও বাংলাদেশে মোরালুক আন্তর্জাতিক বই উৎসবে যোগদান করে অনেক কিছু জানতে পেরেছেন। তিনি আরো জানিয়েছেন আংকারার সাথে ঢাকার সাহিত্যর মিলবন্ধনের জন্য কাজ করে যাবেন। বাংলা ভাষার মূল্যবান বই তুর্কি ভাষায় অনুবাদের মাধ্যমে সেই দেশের পাঠকের কাছে তুলে ধরতে কাজ করবেন।

উল্লেখ্য, মেঘ ফাউন্ডেশনের আয়োজন মোরালুক আন্তর্জাতিক বই উৎসব ছাড়াও সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলা আদি সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।

Share