আমবাগান আদর্শ সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে স্পীডব্রেকার স্থাপন

নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমবাগানে বিভিন্ন রাস্থায় সামাজিক উন্নয়নের অংশ হিসেবে নাগরিক সুবিধা ও নিরাপত্তার জন্য সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্পীডব্রেকার স্থাপন করা হয়েছে।

গতকাল বুধবার (২০ নভেম্বর) আমবাগানে স্পীডব্রেকার স্থাপনের উদ্বোধন করেন আমবাগান কিশলয় বিদ্যাপীঠের পরিচালক ও আমবাগান আদর্শ সমাজ কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক নাজির হোসেন খান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন আমবাগান আদর্শ সমাজ কল্যাণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিক রাসেল, দফতর সম্পাদক খালিদ হাসান রুবেল, অর্থ সম্পাদক বদিউজ্জামন রাজু, ক্রিড়া সম্পাদক, আহসান হাবীব, মো. শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাজেল আহমেদ, মো.উজ্জল, মো. ইমরান, মো. সেলিম, ওয়ার্ল্ড নিউজ অফ বাংলাদেশ এর প্রধান সম্পাদক মনজুরুল ইসলাম মেঘ প্রমুখ।

নাজির হোসেন খান লিটন বলেন, আমবাগান হতে ব্যাচেলর গেইট রাস্তার জাহেদ এর মোড়ে, পানধোয়া থেকে ইসলামনগর রস্তায় আমবাগান কেন্দ্রীয় মসজিদের সামনে, আমবাগানে কিশলয় বিদ্যাপীঠের সামনে এবং কাঠালবাগান রাস্থায় স্পীডব্রেকার দেওয়া হয়েছে।  ধাপে ধাপে আমবাগানের প্রত্যেক মোড়ে যাত্রীদের নিরাপদে চলাচলের জন্য স্পীডব্রেকার স্থাপন করা হবে।

উল্লেখ্য, নাজির হোসেন খান লিটন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯ তম ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। একাধারে তিনি শিক্ষা উদ্যোক্তা, সমাজসেবী ও রাজনীতিবীদ। ছাত্রদলের সাবেক এই নেতা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমবাগান আদর্শ সমাজ কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মাদকমুক্ত আমবাগান গড়ে তোলার জন্য নিরলশভাবে কাজ করে যাচ্ছেন।

Share