উপনির্বাচনে জামাত-ই-ইসলামির সমর্থন নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী
ডেস্ক : ভারতে জামাত-ই-ইসলামির সমর্থনে কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাডে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে প্রিয়াঙ্কার মূল লড়াই হবে সাবেক বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহসম্পাদক সত্যেন মোকেরি ও বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে।
তিনি দাবি করেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খসে পড়েছে।
গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী ও ওয়েনাড, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। দু’টি কেন্দ্রেই সাড়ে তিন লাখের বেশি ব্যবধান তিনি জয়ী হন। পরে রায়বরেলী আসনটি রেখে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দেন রাহুল।
পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরালার ওয়েনাড লোকসভায় কখনও হারেনি কংগ্রেস।