Thursday, November 7, 2024
সাহিত্য

মনজুরুল ইসলাম মেঘ এর কবিতা

পৃথিবীর সমস্ত ভালবাসা কুর্নিশ করে
তোমার যুগল-চরণের পবিত্রতায়
স্বপ্নের মতন সুন্দর স্নিগ্ধ
মায়াবী চোখের দ্যোতনায়
তাকিয়ে থাকে শ্রী চরণ।

তোমার ঠোঁটের পাশে
ব্যক্ত তিল
অব্যক্ত হৃদয়ের ধারাপাত
মাশুক সংসর্গ
সৃজনের সজিবতা
তুমি মায়াবী আকাশে ভেসে বেড়ানো
শুভ্র মেঘের মাঝে লুকায়িত জলকনা
তুমি সপ্ত আশ্চার্যের অন্ধকারের
চিরজীব
মায়া কাননের ফুল
পাখির পালকে মিশে থাকা ধ্বনি
তোমার কৃঞ্চকেশ আধাঁর
মেঘে ঢাকা জ্যোৎনায়
রজনীগন্ধ বিলাশে একটুকরো
রাতের নিরব প্রেমের সরবোর।

-মনজুরুল ইসলাম মেঘ
৫ নভেম্বর, ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited