সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়

ডেস্ক:  রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায় এ প্রেস রিলিজ জারি করা হচ্ছে।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভুক্তভোগী সাংবাদিকদের নাম, পদবি ও সংবাদমাধ্যমের নাম/ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলা দায়েরের স্থান, মামলার সংক্ষিপ্ত স্থান বিবরণ, মামলার বর্তমান অবস্থা, অভিযুক্তের হাল (গ্রেফতর/জামিন) ও মন্তব্য ছক আকারে পাঠাতে হবে।
দ্বিতীয়ত, প্রতিকারপ্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভঅবে কিংবা সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সুপারিশসহ press1@moi.gov.bd ই-মেইলে তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে হবে।

তৃতীয়ত, সাংবাদিকতার প্রত্যয়ন/প্রমাণ/গ্রহণযোগ্য প্রমাণপত্র এইসঙ্গে সংযুক্ত করতে হবে। সাংবাদিক বলতে Press Council Act, 1974-এর Section 2(g)-এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল/অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে, এমন কোনো মামলার তথ্য পাঠানো যাবে না বলে সতর্ক করা হয়।
Share