Thursday, November 7, 2024
বিনোদন

ক্ষমা চেয়ে দুই দিনের সময় নিয়েছেন ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক রাকিব

খবর বিজ্ঞপ্তি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব তনয় নিজের মুঠোফোনে রেকোর্ড করে একটি বক্তব্য এক চলচ্চিত্র ব্যক্তির কাছে প্রেরণ করে ঘোষণা দেন আওয়ামী লীগের লোকদের চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে নিয়োগ দেওয়া ছাড়া তার কোন উপায় নেই, চলচ্চিত্রে আওয়ামী লীগের সমর্থক ছাড়া যোগ্য ব্যক্তিত্ব তিনি খুজে পাচ্ছেন না। সেই বক্তব্যে তিনি বিএফডিসি সংশ্লিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের যোগ্যতা নিয়েও মানহানিকর মন্তব্য করেন।

যার কাছে রেকোর্ডকৃত বক্তব্যটি প্রেরণ করা হয়েছিলো, তিনি সহকর্মীদের শুনালে অনেকেই বক্তব্যটির কপি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, বিভিন্ন গণমাধ্যমে অডিও বক্তব্যসহ সংবাদ প্রচারিত হলে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের আওতাধীন কলা-কুশলীরা। এ ঘটনায় নিন্দাজ্ঞাপন ও ব্যাখ্যা চেয়ে ১৫ অক্টোবর মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এফডিসিতে অবস্থানরত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। কিন্তু তার আগেই গতকাল ১৪ অক্টোবর ক্ষমা চেয়ে দুই দিনের সময় নিয়েছেন ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব তনয়।

গত ১৩ অক্টোবর বিকালে এফডিসির পরিচালক সমিতির অফিসে দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে দুইদিনের সময় নিয়েছেন চলচ্চিত্র সার্চ কমিটির আহ্বায়ক আল আমিন রাকিব তনয়। এ সময় বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, সাংবাদিক অনজন রহমান, আহমেদ তেপান্তর, মোস্তফা মতিহার,  নিশক তারেক আজিজসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়য়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ বলেন, চলচ্চিত্র সার্চ কমিটির আহবায়ক আল আমিন রাকিব তনয়, নিজে এসে আমাদের সিনিয়র চলচ্চিত্র ব্যক্তিত্বদের কাছে ক্ষমা চেয়েছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তার বক্তব্যের জন্য ক্ষমা করেছেন। কিন্তু গণহত্যার সাথে সম্পৃক্ত এবং ফ্যাসিস্ট আওয়ামী সুবিধালীগের সাথে জড়িতদের বিভিন্ন কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বাদ দিয়ে নতুন কমিটি দেওয়ার জন্য ২ দিন সময় নিয়েছেন। আমরা আন্দোলন করে ফ্যাসিস্ট পতন করে নতুন সরকার নিয়ে এসেছি, আমরা এই সরকারের অংশ, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। একই সাথে সরকারের ভিতর থেকে কেউ অবৈধ ভাবে সুবিধা নিতে চেষ্টা করলে শক্ত হস্তে প্রতিরোধ করা হবে। আমরা মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আস্থাশীল।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited