ইসরায়েলে হামলা থেকে ইরান পিছু হটবে না

ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলে হামলা থেকে ইরান পিছু হটবে না। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় দেওয়া খুতবায় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, আমরা দায়িত্ব পালনে দেরি করি না এবং তাড়াহুড়োও করি না। সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের দৃষ্টিতে যা সঠিক ও যৌক্তিক, তা আমরা সঠিক সময়ে করে থাকি। ইতিমধ্যে সঠিক সময়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন করা হয়েছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা তাদের জন্য ন্যূনতম শাস্তি। ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম, এটি টিকে থাকবে না। তারা পুরোপুরি যুক্তরাষ্ট্রের সহায়তায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের ক্ষতি করতে না পেরে ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয়ের চিহ্ন হিসেবে বিবেচনা করছে।

Share