Thursday, October 10, 2024
ক্রীড়া

ভেজা মাঠের কারণে ভারত-বাংলাদেশ টেস্ট স্থগিত

ডেস্ক: বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা সম্ভব হয়েছে। দ্বিতীয় দিনের পুরোটা সময়ও খেলা ভেস্তে গেছে, এবং তৃতীয় দিনের খেলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মাঠ ভিজে থাকায় প্রথম সেশনটি বাতিল করা হয়েছে। মাঠকর্মীরা ভেজা মাঠ শুকানোর জন্য কাজ করছেন। সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন করা হয়েছে, এবং আম্পায়াররা বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় পুনরায় মাঠ পরিদর্শন করবেন। এরপরই জানা যাবে কখন খেলা শুরু হবে। যদি আবার বৃষ্টি হয়, তাহলে সমর্থকদের জন্য হতাশা বেড়ে যাবে।

প্রথম ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। মুমিনুল হক ৪০ রান করে অপরাজিত আছেন, এবং মুশফিক ৬ রান নিয়ে খেলছেন। টস হেরে ব্যাটিং শুরু করে বাংলাদেশ, কিন্তু দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায়। ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও রান করতে পারেননি এবং নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ দিয়ে ফিরে যান।

জাকিরের পর সাদমান ইসলামও দ্রুত ফিরে যান, ৩ রান যোগ হওয়ার পর। তিনি ৩৬ বল খেলে ২৪ রান করে আউট হন। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত, কিন্তু মধ্যাহ্ন বিরতির পর ৩১ রান করে অশ্বিনের বল এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited